নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নে মাছিমপুর গ্রামে ড্রেজার মেশিন দিয়ে এলাকার কিছু প্রভাবশালী ভূমিদস্যুরা অবৈধভাবে ফসলি জমি হেকে বালু উত্তোলন করায় হুমকির মুখে ফসলি জমি।
গতকাল সোমবার (১৫ এপ্রিল), কৃষক বাঁচাও, জমি বাঁচাও, দেশ বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের মাছিমপুর উত্তর চকে ফসলী জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর মানব বন্ধন।
মাছিমপুর গ্রামে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার মহা উৎসব চলছে দীর্ঘদিন থেকে। ফলে বিভিন্ন ফসলি জমি ধ্বংস এবং হুমকির মুখে পড়েছে পরিবেশ।
যত্রতত্র ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। বছরের পর বছর ধরে এ অবৈধ কাজটি করে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু মহল।
সরজমিনে গিয়ে দেখা যায়, জগতপুর ইউনিয়নের মাছিমপুর উত্তর চকে ফসলী জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন কিছু প্রভাবশালী ভূমিদস্যুরা।
বিভিন্ন স্থানে এভাবে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কাজ চলমান রয়েছে। অবৈধ মেশিনগুলোর মালিকরা ঘুরে ঘুরে গ্রামের ফসলি জমি সরকারী খাল, ডোবা ও পুকুর থেকে বালু উত্তোলন করছে। ফসিল জমি থেকে বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়েছে দু’পাশের ফসলি জমি।
এলাকার প্রান্তিক চাষীরা বলেন, এ ভাবে যদি বালু উত্তোলন করা হয় এক সময় পরিবেশ ও জীব বৈচিত্র ধ্বংসের মুখে পড়বে। মাসুমপুর, মঙ্গলকান্দি,জগতপুর,চানপুরসহ আরও অন্য গ্রামের বাসিন্দারা, অত্র গ্রামবাসীর পক্ষে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা,এসিল্যান্ড ভূমি সহকারী কমিশনার তিতাস, ও তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। এবং তারা দ্রুত ভূমিদস্যদেরকে আইনের আওতায় এনে এবং ফসলি জমির রক্ষার জন্য জোর দাবি জানান।
ধারাবাহিক প্রতিবেদন চলবে.........
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ