সামিমা আক্তার:
হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি”এই প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে ১৫ অক্টোবর মঙ্গলবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর আয়োজনে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,উক্ত আলোচনা অনুষ্ঠানে পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক মোঃ ইকবাল কবির এর সভাপতিত্ত্বে, জেলা সমাজসেবা কার্যালয় সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পিরোজপুর এর জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান,আরো বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন , জেলা সমাজসেবা কার্যালয় সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন,পিরোজপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র প্রিয়াঙ্কা ভট্টাচার্য প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যদি একজন দৃষ্টি প্রতিবন্ধী লোকের হাতে সাদাছড়ি থাকে তাহলে আমরা যারা চোখে দেখি তাহলে দূর থেকেও সেটা দেখতে পাই,তাহলে এগিয়ে গিয়ে তাদের সাহায্য করতে পারি,তাছাড়া যদি গাড়ির ড্রাইভারদের চোখেও পড়ে তাহলে তারা গাড়ি স্লো করে রাস্তা পার হতে সহযোগিতা করে।এছাড়াও বক্তারা বলেন দৃষ্টি প্রতিবন্ধীদের যে যেভাবে পারি সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
মন্তব্য করুন