একরামুল হক : বেগম খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আবদুল লতিফ জনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩, দাগন ভূঁইয়া- সোনাগাজী সংসদীয় আসনে বিএনপির মনোনায়ন এগিয়ে প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মো.আবদুল লতিফ জনি। চায়ের দোকান থেকে শুরু করে হাটে বাজারে দাগন ভুইয়া -সোনাগাজী সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে জনি।
দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তিনি ইতোমধ্যে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন।
আবদুল লতিফ জনি বলেছেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমার অঙ্গীকার। উন্নয়ন হবে জনগণের অংশগ্রহণে, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে।”
এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিকে,বন্যা প্রতিরোধে তিনি তাঁর অগ্রাধিকারের তালিকায় রেখেছেন। স্থানীয় পর্যায়ে তাঁর প্রতি মানুষের আগ্রহ এবং সমর্থন ক্রমেই বাড়ছে বলে জানা গেছে।
উল্লেখ্য যে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছিলেন।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ