রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকাল ১০:৩০টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত রাজস্থলী আর্মি ক্যাম্পে মনোরম পরিবেশে “হেডম্যান ও কারবারি সম্মেলন” অনুষ্ঠিত হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন ক্যাম্প কমান্ডার মেজর মো: জিয়াউর রহমান।
এতে উপস্থিত ছিলেন ক্যাম্প উপধিনায়ক ক্যাপ্টেন এসকে এম সাদমান, ক্যাম্প জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ জামাল উদ্দিন, গাইন্দ্যা ইউনিয়ন চেয়ারম্যান পুচিং মং মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ৮ জন হেডম্যান, ৪ জন মহিলা ইউপি সদস্যসহ মোট ১৬ জন ইউপি সদস্য এবং ৯৮টি পাড়া থেকে আগত ৭৬ জন কারবারি। সর্বমোট ১০২ জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন।
ক্যাম্প কমান্ডার সকলকে দূর-দুরান্ত থেকে আগমনের জন্য ধন্যবাদ জানিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজস্থলীকে শান্তি ও উন্নয়নের উদাহরণ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল—
ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি ও জাতি-ধর্ম-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করা
শান্তি রক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা
তরুণ প্রজন্মকে শিক্ষায় আগ্রহী করে তোলা
শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য উদ্যোগ গ্রহণ
সন্ত্রাস, অবৈধ কার্যকলাপ ও মাদক প্রতিরোধ
অবকাঠামো, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র সংস্কার
বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও কম্পিউটার প্রশিক্ষণ আয়োজন
কারবারিরা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। ক্যাম্প কমান্ডার স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত সমাধানের আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ১৫ জুন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৮ বীর কাপ্তাই জোনের অধীনে রাজস্থলী ও বাঙ্গালহালিয়া সাব-জোনের দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁদের প্রথম সম্মেলন, যা ভবিষ্যতে নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ক্যাম্প কমান্ডার বলেন, “রাজস্থলী একটি শান্তিপূর্ণ এলাকা, এখানে ঐক্য ও সহযোগিতাই শান্তি ও উন্নয়নের মূল ভিত্তি।” সেনাবাহিনী শান্তি রক্ষা, উন্নয়ন সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত—এই অঙ্গীকারের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন