সাইফুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার:
টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকায় মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুখ্যাত রোহিঙ্গা ডাকাত নবী হোসেনের দলের দুই সদস্যকে সামরিক পোশাকসহ আটক করেছে সেনাবাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং টেকনাফ থানা পুলিশের একটি যৌথ দল।
আটককৃতরা হলো:
ইমন (২৫), পিতা: মো. আলী, অবস্থান: ক্যাম্প ৮ ইস্ট
মো. ইলিয়াস (১৫), পিতা: আবুল হোসেন, অবস্থান: ক্যাম্প ১৭
উদ্ধারকৃত সামগ্রীসমূহ:
সামরিক ইউনিফর্মের শার্ট: ৬টি
সামরিক প্যান্ট: ২০টি
চাল: ২০০ কেজি
ডাল: ১০০ কেজি
১২ ভোল্ট ব্যাটারি: ১টি
১৫০ ওয়াটের সোলার প্যানেল: ২টি
জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, উদ্ধারকৃত সামগ্রী নবী হোসেনের টেকনাফ সীমান্তবর্তী দ্বীপের আস্তানায় নেওয়া হচ্ছিল। ওই আস্তানায় প্রায় ৩০-৩৫ জন অস্ত্রধারী সদস্য রয়েছে বলে জানা গেছে। তারা নিয়মিত মিয়ানমার থেকে মাদক পাচার, নাফ নদীতে জেলেদের কাছ থেকে চাঁদাবাজি এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানাবিধ অপরাধে জড়িত।
পুরোনো তথ্য:
এর আগে গত ১৩ জুলাই নবী হোসেন দলের আরও চার সদস্যকে সেনা ও এপিবিএনের একটি অভিযানে ১৪ লক্ষ টাকা এবং একটি UZI সাবমেশিন গান (SMG)-সহ গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের উদ্বেগ:
সাম্প্রতিক সময়ে নবী হোসেন ক্যাম্প ৮ ইস্ট এলাকায় অবৈধভাবে স্থায়ী বসতি গড়লেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও হতাশা বাড়ছে।
প্রশাসনের পদক্ষেপ:
আটককৃতদের থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় জনগণ অবিলম্বে নবী হোসেনের আস্তানায় বড় ধরনের অভিযান চালিয়ে এই সন্ত্রাসী চক্রকে সম্পূর্ণ নির্মূল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন