সোহরাব হোসেন মুন্না, রায়পুরা প্রতিনিধি, নরসিংদী :
১৪ জুন শুক্রবার বিকাল তিনটার দিকে নরসিংদীর পাঁচদোনা ঘোড়াশাল সড়কের পাঁচদোনা পাকিজা গ্রুপের মমটেক্স এর সামনের সড়কে দুর্ঘটনায় মোঃ নাঈম মিয়া (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় নিহত মোঃ নাঈম মিয়া একজন কাপড় ব্যবসায়ী ছিলেন তিনি নরসিংদীর মাধবদী থেকে কাপড় কিনে তা বিক্রি করার জন্য রিক্সা যোগে ঘোড়াশাল ভ্রাম্যমান বাজারে যাচ্ছিলেন।
মোঃ নাঈম মিয়াকে বহনকারী রিক্সাটি পাঁচদোনার মমটেক্স এর সামনের সড়কে আসলে একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়িকে পাশকাটিয়ে যাওয়ার সময় রিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোঃ নাঈম মিয়ার মৃত্যু হয় এবং রিক্সা চালক মারাত্নক ভাবে আহত হন আহত অবস্থায় স্থানীয় লোকজন রিক্সা চালককে চিকিৎসার জন্য হাসাপাতালে নিয়ে যান তাৎক্ষণিকভাবে রিক্সা চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।
কাভার্ডভ্যানের চালক দুর্ঘটনা ঘটার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান, দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান দুর্ঘটার সংবাদ পাওয়ার সাথে সাথে মাধবদী থানা পুলিশ ও নরসিংদীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান তারা সেখানে পৌঁছে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক করেন।
নিহত মোঃ নাঈম মিয়া নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার টাটাপাড়া এলাকার মোঃ আনিছ মিয়ার ছেলে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ