সাব্বির আহমেদ,খুলনা প্রতিনিধি:
খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের উত্তরপাড়ায় ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গলায় গামছা পেঁচিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রানা গাজীর বিরুদ্ধে। তিনি ঐ এলাকার আফরুজ্জামান সান্টুর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
নিহত রুপা রানা গাজীর স্ত্রী। এলাকাবাসী ও নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে গত ১৩ এপ্রিল দুপুরে রানা ও রুপার মধ্যে তর্কবিতর্ক হয়। যদিও পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হয় বলে জানানো হয়।
ঘটনার দিন রাতে রানার শালিকাসহ অন্যান্য আত্মীয়রা বেড়াতে এসে রাতের খাবার শেষে যার যার ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে রুপার কোনো সাড়া শব্দ না পেয়ে তার মা ও বোন ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে তারা ঘরে ঢুকে দেখতে পান রুপার মরদেহ চাদরে মোড়ানো অবস্থায় বিছানায় পড়ে আছে।
নিহতের পরিবারের অভিযোগ, রানা গাজী পরিকল্পিতভাবে রুপাকে হত্যা করে তার গলার সোনার চেন, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লার হোসেন বলেন, "এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আসামিকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।"
এ ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসী দ্রুত রানা গাজীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ