মোঃ সুজন আহাম্মেদ. রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবনী পাল আভা, বাবার নাম গোবিন্দ চন্দ্র পাল (ম্যানেজার শ্রী শ্রী পাট খেতুরী ধাম) বাড়ি প্রেমতলী পাল পাড়া, গোদাগাড়ী – রাজশাহীর কাছ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন নয়ন কুমার শীল, বাবার নাম কাশী শীল, বাড়ি মোল্লাপাড়া বাইপাস গোদাগাড়ী – রাজশাহী। নয়ন কুমার শীল গোদাগাড়ী উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক। নবনী পাল আভা বলেন আমাকে নয়ন শীল ফোন দিয়ে বলে এখন যেই কথা বলছি কেও যেনো না জানে। আমাকে ভয়ভীতি প্রদর্শন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে নয়ন শীল বলে তোমার বাবার কাছ থেকে আমাকে ৫ লক্ষ টাকা নিয়ে দে নয়তো তোর বাবাকে গৌরাঙ্গ বাড়ি খেতুরি ধাম থেকে আমি বের করে দিবো এবং তোর বাবাকে মেরে ফেলবো। আমার সাথে গোদাগাড়ী উপজেলায় এবং প্রেমতলি খেতুরি ধামে অনেক লোকজন আছে। নবনী টাকা দিতে অশিকার করলে নয়ন শীল নবনী সহ তার বাবাকে প্রান নাশের হুমকি দেই। নবনী তার বাবাকে বাচানোর জন্যে এবং ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী পাট খেতুরী ধামকে বাচানোর জন্যে ১৯ জানুয়ারি রবিবার ২০২৫ বরগুনা হতে রাজশাহী একাই ছুটে আসে।
নবনী বলেন আমি ১৯ জানুয়ারি রবিবার সকাল ৮টা ৩০ মিনিটের সময় নয়ন শীলের হাতে রাজশাহী সিটি হাটে এসে (সেদিন গরুর হাট ছিলো) নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েছি। নয়ন শীল আমাকে ভয়ভীতি প্রদর্শন করে একাই ডেকেছিল তাই আমি ভয়ে কাওকে না জানিয়ে একাই টাকা নিয়ে এসে দেড় লক্ষ টাকা দিয়েছি। নবনী আরও বলে নয়ন শীল মোটর সাইকেলে রাজশাহী সিটি হাটে একাই এসে আমার কাছ থেকে নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা নেয় এবং টাকা নেয়ার পর রাজশাহী সিটি হাটে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে বলে এই টাকার কথা কেও যেনো না জানে নয়তো তোমার বাবাকে মেরে ফেলবো। নবনী বলেন আমি নয়ন শীলের ভয়ে কোনো জিডি,অভিযোগ, মামলা করেনি। সে টাকা নেয়ার পর আমাকে ফেসবুক, হটস এপ্স, ইমোতে,এবং ফোনে ব্লক করে দিসে। আর সে ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে সেই উল্টায় আমার ও আমার বাবার নামে জিডি করেছে। নবনী পাল আভা এই প্রতারক নয়ন শীলের কাছ থেকে নগদ দেওয়া ১লক্ষ ৫০ হাজার টাকা ফেরত নিতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। এবং প্রতারক নয়ন শীলকে ধরে আইনের মাধ্যমে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে নয়ন শীলকে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বলেন আমি কাওকে প্রান নাশের হুমকি ধামকি দেইনি এবং কারও কাছ থেকে কোন টাকা নেইনি বলে সব কিছু অসিকার করে পরে কথা বলবো বলে ফোন কেটে দেয়, পরে নয়ন শীলকে একাধিকবার ফোন দিলেও আর ফোন ধরেননি।
© All rights reserved © 2012- 2024
<a href=”https://www.allbanglanewspaperbd.com/“>All Bangla Newspaper</a>
মন্তব্য করুন