আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তার দুই ভাইয়ের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে মামলা দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ এ আবেদন করেন.।ওবায়দুল কাদের ছাড়াও আবেদনে তার দুই ভাই আব্দুল কাদের মির্জা ও শাহাদাত কাদের মির্জারও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান করে মামলা দায়েরের আবেদন জানানো হয়।
তাদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধান শেষে দুদক আইন-২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের, তদন্ত সম্পন্ন ও চার্জশিট দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে আবেদনে উল্লেখ করেন আইনজীবী।আইনজীবী সুলতান মাহমুদ তার আবেদনে বলেন, ওবায়দুল কাদের ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার ভাই আব্দুল কাদের মির্জা, শাহাদাত কাদের মির্জাও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আবেদনে ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছা কাদেরের নামেও অভিযোগ করা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সরকার দলীয় সাবেক অনেক মন্ত্রী-এমপি ও নেতাকর্মী আত্মগোপনে চলে যান।
© All rights reserved © 2012- 2024
<a href=”https://www.allbanglanewspaperbd.com/“>All Bangla Newspaper</a>
মন্তব্য করুন