সামিমা আক্তার:
রাজধানীর যাত্রাবাড়ী পাড়াডাগার আইডিয়াল স্কুল এন্ড কলেজ ২৮৬, মমিনবাগ,সাবেক সালাউদ্দিন আহমেদ আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম এর বিরুদ্ধে সনদ ও মার্কশিট দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়, একাধিক অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, পাড়াডাগার আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে উপার্জিত প্রায় ১০ কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। তার নামে বেনামে রয়েছে একাধিক খালি জমি ও ফ্ল্যাট। ৬৫ নং ওয়ার্ড পশ্চিম শান্তিবাগ হাজী আফসার উদ্দিন রোডে রয়েছে ছয় তলা বিলাসবহুল ১টি বাড়ি। এ বিষয়ে পাড়াডাগার আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, দৈনিক শীর্ষ অপরাধ কে মুঠোফোনে বলেন, আপনারা তথ্য পেলে নিউজ করেন,
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ