সামিমা আক্তার:
রাজধানীর ডেমরা কোনাপাড়া পাড়াডগাই আল আমিন রোডে রয়েছে পাঁচ তলা ভবন সাথে রয়েছে একটি টিন সিট বাড়ি। ঢাকা জেলা ডিসি অফিসের সাবেক পিয়ন মোঃ আমির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে উপার্জিত ৩০ কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। কোনাপাড়া বাগিচা রোডে রয়েছে ফ্ল্যাট এবং খালি জমি পল্ট এ বিষয়ে স্থানীয়রা জানান, আমির হোসেন ঢাকা জেলার ডিসি অফিসের পিয়ন অবস্থায় কর্মরত ছিল, দীর্ঘ দুই বছর আগে উনি রিটার্ডে আসেন তবে ওনার এলাকায় দুটি বাড়ি এবং একাধিক ফ্ল্যাট রয়েছে একজন পিয়ন হয়ে কিভাবে এত সম্পদের মালিক বনে গেছেন এটা ভাবার বিষয়।
স্বৈরাচার হাসিনার আমলে বিপুল পরিমাণ টাকা উপার্জন করেছে আমির হোসেন।
খোঁজ নিয়ে জানা যায় আমির হোসেনের জন্মস্থান গজারিয়া থানায় কোন সম্পত্তি করেনি কতনা কথায় তার আপন ভাই জানায় আমির সাহেব এত সম্পত্তির মালিক হয়েছে আজকে দেখেন আমরা সাধারণ মানুষের মতো জীবন যাপন করেছি আমার ভাই আমাদের কোন সহযোগিতা কক্ষনো করেনি।
এ বিষয়ে ঢাকা জেলা ডিসি অফিসের সাবেক পিয়ন মোঃ আমির হোসেন দৈনি
ক শীর্ষ অপরাধ কে বলেন, মোটো ফোনে কথা হলে তিনি গণমাধ্যমের কর্মীর পরিচয় পেলে বিষয়টি এড়িয়ে যান।
মন্তব্য করুন