আব্দুল আজিজ তিতাস উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় নবীকূলের শিরোমনি সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.)'র পৃথিবীতে আগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি বাংলাদেশ হোমনা উপজেলা শাখার আয়োজনে এ মহান বরকতপূর্ণ দিবসটি উদযাপন করা হয়।
শনিবার সকাল ১০টায় এ উপলক্ষে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি জশনে জুলুস বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কান্দারোডের কবরস্থান সংলগ্ন কাদেরিয়া তৈয়্যেবিয়া হাফিজিয়া সুন্নী মাদ্রাসার মাঠে এক আলোচনা ও মিলাদ মাধ্যমে শেষ হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি বাংলাদেশ হোমনা উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার আল কাদেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান টিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান, আমিনুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আতিকুর রহমান, ইসলামী ফ্রন্টের সভাপতি মোঃ কবীর হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সালাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ খলিলুর রহমান, ইসলামী ফ্রন্টের সাহিত্য সম্পাদক হাফেজ নিজামুদ্দিন, যুব সেনা সভাপতি ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, ছাত্র সমাজ সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন মাইজভান্ডারী, মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওলানা মমিনুল হক প্রমুখ।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ