সামিমা আক্তার:
রাজধানীর ডেমরায় গত কাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ৭০ নং ওয়ার্ডের শুন্ন্যা টেংরা মাদ্রসা মাঠে
প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ শুভ উদ্বোধন হয়।
উক্ত প্রীতি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল আজিজ, সাবেক সভাপতি ডেমরা থানা ছাত্রদল ও সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। উক্ত প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন, ডেমরা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন, টুর্নামেন্টের সহযোগিতায় ছিলেন, আতর আলী মোল্লা, ইকবাল হোসেন, কামাল, মোঃ জীবন, ও মোঃ রাজু মিয়া। প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল আজিজ বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল এবং তারই অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল সব সময় মানুষের পাশে ও সামাজিক কাজে এগিয়ে আসে।
তিনি আরো বলেন বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার খুনি হাসিনার দোশোররা বাংলাদেশটাকে একটি অপসংস্কৃতি পথে নিয়ে গিয়েছিল যার ফলে এ দেশের যুবসমাজ সকল খেলাধুলা থেকে সরে গিয়ে মাদকে লিপ্ত হয়েছিল
জাতীয়তাবাদী যুবদল সব সময় সামাজিক কর্মকাণ্ড এগিয়ে আসে এবং যুব সমাজকে সুশৃংখলভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সাংস্কৃতিক প্রোগ্রাম ও খেলাধুলায় আয়োজন করে থাকে
দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় জাতীয়তাবাদী যুবদল ভূমিকা পালন করে থাকে
অনুষ্ঠানের উদ্বোধন করেন,অফিসার্স ইনচার্জ ডেমরা থানার ইলিয়াস হোসেন বলেন, খেলাধুলা আমাদের যুব সমাজের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের মাঝ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে নাই তেমন কোন খেলাধুলার মাঠ বিনোদনের ব্যবস্থা আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা এ ধরনের আয়োজন করেছেন আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো এবং যত ব্যস্ততাই থাকুক খেলাধুলা ও সাংস্কৃতিক প্রোগ্রামে আমরা পুলিশ প্রশাসন আপনাদের নিরাপত্তার সহযোগিতা করব তবে এ ধরনের আয়োজনে যেন কোন প্রকার অপৃতিকার ঘটনা না ঘটে সে বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আপনারা জানেন ৫ ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে দেশে আইনশৃঙ্খলা বাহিনীর স্বল্পতার কারণে আমাদের সঠিকভাবে আপনাদের সেবা দান করতে পারছি না এজন্য আপনারাই অপরাধ দমন ভূমিকা রাখবেন বলে আমি আশা রাখি ইনশাল্লাহ এই সমস্যা বেশিদিন থাকবে না পুলিশ প্রশাসন সব সময় জনতার বন্ধু হিসেবে আগামী দিনে কাজ করবে সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,আতর আলী মোল্লা
মিনি ফুটবল টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় যারা ছিলেন শাকিল, সাইদুল, ফয়সাল, রবিন, দিপু, নূরনবী, ইউসুফ, জাহাঙ্গীর, নাদিম, সোহেল, নাঈম, মাসুদ, আজিম, সোলেমান, হৃদয়, রিয়াদ, অংকন, কাউসার, সানি ও তরিকুল প্রমুখ।
মন্তব্য করুন