সোহরাব হোসেন মুন্না,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
রায়পুরা রিপোর্টারস ক্লাবের সভাপতি এবং দৈনিক দেশ রুপান্তর পত্রিকার রায়পুরা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনির (৪৫) সন্ত্রাসীদের হামলায় গুরুতর ভাবে আহত হন।
১৩ আগস্ট মঙ্গলবার দুপুর ১ টার সময় রায়পুরা শ্রীরামপুর বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা চত্বরে ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে প্রথমে গুলি ও পরে কাঠ এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্নক ভাবে আহত করে তার পায়ে এবং হাতে গুলিবিদ্ধ হয়।
স্থানীয়সুত্রে জানাযায় রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামের লিয়াকত আলী (লইক্কা মিস্ত্রি) বাড়ির সাথে হযরত আলী ( হরজু মিয়া) বাড়ির লোকজনের মধ্যে এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ সংঘর্ষ চলে আসছে এলাকার প্রভাব বিস্তারের কারণেই সাংবাদিক মনিরের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান সাংবাদিক মনিরের উপর সন্ত্রাসীরা হামলা করলে তিনি প্রান বাঁচাতে একটি দোকানের ভিতর ঢুকে যান তাকে সেখান থেকে বেড় করে বাহিরে এনে গুলি করে এবং কাঠ ও হাতুড়ি দিয়ে মাথা আর শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে মারাত্মকভাবে আহত করে পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা পাঠিয়ে দেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা রঞ্জন কুমার বর্মন বলেন তার হাতে ও পায়ে গুলি লেগেছে এবং মাথায় আঘাতের চিহ্ন আছে উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকায় পাঠিয়েছি।
এলাকায় তেমন পুলিশি তৎপরতা না থাকায় এই ঘটনায় পুলিশের কোন মন্তব্য পাওয়া যাননি তবে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে আহত সাংবাদিক মনিরের খোঁজখবর নিয়েছেন।
সাংবাদিক মনির বলেন আমার উপর যারা হামলা করেছে তারা রায়পুরার চিহ্নিত সন্ত্রাসী তাদের কারণে রায়পুরাবাসী অতিষ্ঠ তারা দীর্ঘদিন যাবৎ মানুষের ক্ষতি আসছে আমি তাদের বিরুদ্ধে লেখালেখি করার কারণে তারা আজ আমাকে হত্যা করতে চেয়েছিলো আমি চাই এই চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তি হোক।
সাংবাদিক মনির মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে ও লিয়াকত আলী মিস্ত্রির নাতি।
এই ঘটনায় নরসিংদী রিপোর্টারস ক্লাব রায়পুরা রিপোর্টারস ক্লাব রায়পুরা প্রেসক্লাব রায়পুরা সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের বিচারের দাবি করেছেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ