নেক মোহাম্মদ : রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ৪ নং মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (নুরজাহান রোড) নির্বাচিত ম্যানেজিং কমিটি ০৯মাসেও বাস্তবায়ন হয়নি। নির্বাচিত সদস্যদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। নির্বাচিত সদস্যগণের অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর অসহযোগিতার কারনেই কমিটির বাস্তবায়ন হতে বিলম্ব হচ্ছে।
গত ০৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে গঠনতন্ত্র ও বিধিমালা অনুযায়ী গণতন্ত্রের ধারা অনুসরন করে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নুরজাহান রোডে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনের ফলাফল- স্থানীয় সংসদ সদস্য কর্তৃক মনোনীত ব্যক্তি মো: শাহ আলম বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হন।
এ টি এম ওমর ফারুক(জমি দাতা)সহ-সভাপতি ও জনাব আবদুল কাইয়ুম ১নং অভিভাবক সদস্য সহ মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়,উল্লেখ্য স্হানীয় ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ শফিকুল ইসলাম সেন্টু এবং স্কুলের প্রধান শিক্ষক মনিরা ইকবাল অগ্রাধিকার ভিত্তিতে কমিটির সদস্য নির্বাচিত হয়ে থাকেন।অভিভাবক সহ স্হানীয়দের সাথে এ প্রতিনিধি কথা বললে,তারা জানান কমিটি বিহীন স্কুল পরিচালনার কারণে,অনেক কিছুই উপেক্ষিত হচ্ছে।এ বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত বাস্তবায়ন সবার জন্য শুভবার্তা নিয়ে আসবে।যথোপযুক্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এর আবেদন জানিয়েছেন উক্ত কমিটির নির্বাচিত সদস্যগণ।
এ বিষয় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও থানা শিক্ষা অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ