নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনের তিন তলার ছাদে ১টি ড্রোন পড়েছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
মেট্রোরেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ড্রোনটি উদ্ধার করেছে।
গত ১০ জুন ড্রোনটি মেট্রোরেলের ছাদে পড়েছিল, মেট্রোরেল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের ও সিভিল সার্ভিস কে জানিয়েছিল। মেট্রোরেল চলাচল করায় হাই ভোল্টেজ বিদ্যুৎ থাকায় ড্রোন উদ্ধার করা যাবে না। এ কারণে আজ শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ড্রোনটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, মতিঝিলের মেট্রোরেল স্টেশনের তিন তলার ছাদে একটি ড্রোন পড়েছিল। মেট্রোরেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের টিটিএল দিয়ে ড্রোনটি উদ্ধার করা হয়েছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ