মেহেরপুর প্রতিনিধি (১৪/০১/২০২৫) :
মেহেরপুর মুজিবনগর সীমান্ত থেকে ১৮ টি স্বর্ণের বারসহ নুর হোসেন (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৪ নং পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। সে ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, মুজিবনগর মাঠের মধ্যে দিয়ে স্বর্ণ চালান করা হবে এমন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ১০৪ এর সাব পিলার ৫ এর কাছে অবস্থান নেয় বিজিবি জওয়ানরা। এসময় সন্দেহভাজন নুর হোসেকে আটক করে বিজিবি । এর পর তাকে তল্লাশী করে তার কোমরের সাথে প্যান্টের ভিতর কসটেপ দ্বারা মোড়ানো ০২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করে। স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
শেষ খবর পাওয়া পর্যন্ত নুর হোসেনের নামে মুজিবনগর থানায় একটি চোরা চালান মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
মন্তব্য করুন