মাহবুবুর রহমান:ঃ গত ০৮ অক্টোবর, মঙ্গলবার, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ। এছাড়া জেলায় এ বছর বিদ্যালয়, কলেজ, মাদ্রাসাসহ ৪টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঘোষণা করা হয়। এর মধ্যে কারিগরী প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ঘোষণা করা হয় বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজকে।
মঙ্গলবার ৮ অক্টোবর বেলা সাড়ে ১১টায় গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের হলরুমে এ পুরস্কার বিতরণ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিক্ষা অফিস গাইবান্ধা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা ও পুরস্কার তুলে দেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ। এসময় বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম এ সম্মাননা ও পুরষ্কার গ্রহণ করেন।এতে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রোকছান বেগম, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, গাইবান্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ একেএম জারজিস কাদের, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমরা দেব ও শিক্ষাবিদ জহুরুল কাইয়ুম ।অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতায় বিজয়ী ১৫ জন ও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগীতায় বিজয়ী ৮৫ জন শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরুষ্কার বিতরণ শেষে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ