আব্দুল আজিজ, কুমিল্লা সংবাদদাতা: তিতাসে কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ'লীগ নেতা মোঃ ইব্রাহিম সরকারের বিরুদ্ধে নানাহ অনিয়ম ও দূর্নীতির অভিযোগে অপসারণের দাবী জানিয়ে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী।
১২ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় খাজা মোহাম্মদ আলী চেয়ারম্যানের উঠানে প্রথমে মাদক বিরোধী আলোচনা সভা ও পরে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ ইব্রাহিম সরকারের বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে কলাকান্দি বাজারে ব্যানারসহ মানববন্ধন করেন।
এসময় মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ইব্রাহিম সরকার ৪ আগস্ট ২০২৪ বিএনপি নেতা এমআই টিপু,আব্দুল্লাহ আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শরীফুল ইসলামসহ বেশ কয়েকজনের বাড়ি ভাংচুর করেছে। ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে।
মানববন্ধনে কলাকান্দি গ্রামের বাসিন্দা মরহুম আব্দুর রহমানের ছেলে মো. ইউনূস অভিযোগ তুলে বলেন, ইব্রাহিম সরকার ও মরম আলী গংরা মিলে আমার জায়গায় নির্মিত ঘরটি ভেঙ্গে নিয়ে যায় এবং সমাধান বিচার সালিসির কথা বলে হুকমি-ধামকি দিয়ে আমার কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা চাঁদা নেয় ইব্রাহিম চেয়ারম্যান। আমি ইব্রাহিম ও মরম আলী গংদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসনের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। এবিষয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গোলজার মিয়া, কবির সরদার, মুছা সরদার, গিয়াসউদ্দিন, কলাকান্দি বাজার ব্যবসায়ী মোশাররফ হোসেন, বাদল সরকার, মোবারক, ইউনূস, নূর ইসলাম, ৪নল ওয়ার্ড সদস্য আক্তার হোসেন, ইন্জিনিয়ার জহিরুল ইসলাম, সাবেক মেম্বার আব্দুর রব, হিরু মোল্লা, সমাজ সেবক ময়না, আলাউদ্দিন মোল্লা, আবুল কাশেম ও ব্যবসায়ী বাবুল, এম আই টিপু, মোঃ ছাবিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
এবিষয়ে অভিযুক্ত কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম সরকারকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ