“ষ্টাফ রিপোর্টার”:
বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ফার্মগেট, তেজগাঁও এ অবস্থিত। দীর্ঘ বছর যাবৎ এ প্রতিষ্ঠানটির ঠিকাদাররির কাজ করছে সাহা রাজ
আবার কেউ চেনে তাকে রাজ সাহা হিসেবে।
নিজস্ব কোন ঠিকাদারী প্রতিষ্ঠান না থাকলেও সে এখন এই সরকারি প্রতিষ্ঠানটির নিয়মিত ঠিকাদার। নিলয় এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সে BARC এর ক্যান্টিনটি দখল করে নেয় সর্বনিম্ন খাবার মুল্যের নামে। কিন্তু ক্যান্টিনে খাবার বিক্রি করে সর্বোচ্চ মুল্যে।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের বাউন্ডারি ওয়ালের টেন্ডারের কাজ তার ১৫ থেকে ২১ দিনের কথা তার।কিন্তু এক বছর পর সে তা সম্পন্ন করেনি।
বর্তমানে গত ০৬/০৫/২০২৪ইং কৃষি সচিব তা উদ্ভোদন করেন।মালামাল সে নিজ উদ্দ্যোগে বিনা টেন্ডারে ৩৩ লক্ষ টাকায় বিক্রি করে দেয়। তার স্হায়ী সঠিক কোন ঠিকানা কেউ জানেনা। সুত্রমতে জানা যায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের বিল্ডিংটির একপাশে সে টিনের একটি রুম তুলে সে থাকে।
বিএআরসির চেয়ারম্যান ও কৃষি সচিবের নাম ভাঙ্গিয়ে সে বিভিন্ন নিয়োগ বাণিজ্য ও তদবির বাণিজ্য করে বলে শোনা যায়। নিজেকে সে খুবই ক্ষমতাবান বলে পরিচয় দেন।
বিষয়টি নিয়ে রাজ সাহাকে ফোন দেয়া হলে সে ফোন টি রিসিভ না করে কেটে দেন।
এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন