শাহ কামাল সবুজঃ আগামীকাল পহেলা বৈশাখ উদযাপনে সারাদেশে কঠোর নিরাপত্তা নিশ্চিত করণের ঘোষণা দিয়ে আজ রমনার বটমূলে সংবাদ সম্মেলন করছেন র্যাবের মহাপরিচালক জনাব, একে এম শহিদুর রহমান।
বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালীর একটা প্রাণের দিন। প্রতিবছর সারাদেশে এই দিনটা আনন্দ উৎসব পরিবেশে কাটে। এ দিনে কিছু অপ্রীতিকর ঘটনারও স্মৃতিচারণ করেন তিনি। তিনি হুশিয়ার করে দেন আগামীকাল কেউ যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টির পায়তারা করে তাহলে তার পরিনতি হবে ভয়াবহ। সমস্ত খারাপ পরিস্থিতি মোকাবিলায় র্যাবের চৌকস বাহিনী সহ ডগ স্কোয়াড থাকছে। পাশাপাশি পুলিশ, আনসার, সেনাবাহিনী ও সোয়াত বাহিনীও থাকছে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
পহেলা বৈশাখকে সাংস্কৃতিক মুখর সুন্দর ভাবে কাটানোর জন্য দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান তিনি।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ