সাইফুল ইসলাম, বান্দরবান :
কক্সবাজারের টেকনাফ উপকূলে কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মিয়ানমারের ৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ এপ্রিল ২০২৫) বিকাল সাড়ে ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী এবং র্যাব-১৫, সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন জোড় টাওয়ার সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছয়জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
আমির সুলতান (৫২).রবি আলম (৪২). দ্বীল মোহাম্মদ (৩৮). নূরুন্নবী (২৮). ঈমান হোসেন (৩২). জায়েদ হোসেন (১৮) সকলেই মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে।
কোস্ট গার্ডের কর্মকর্তা আরও জানান, জব্দকৃত ইয়াবা ও আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল অব্যাহত রেখেছে। উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে নিয়মিত টহলের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ