একরামুল হক : ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, রমনা, ঢাকায় বাংলাদেশ তাকাফুল ফোরাম (বিটিএফ)-এর উদ্যোগে “সাধারণ সভা ও রামাদানের তাৎপর্য শীর্ষক ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়।
১২ মার্চ ২০২৫, বিটিএফ-এর আহ্বয়াক ড. আ. ই. ম. নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফুজ্জামান আমজাদ-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন- ফারইস্ট ইসলামী লাইফের মাননীয় চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী সদস্য, জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব।
বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ফারইস্ট ইসলামী লাইফের সিইও জনাব মোঃ শহীদুল ইসলাম, বেঙ্গল ইসলামী লাইফের সিইও জনাব মনিরুল আলম তপন, প্রগ্রেসিভ লাইফের সিইও জনাব মোহাম্মদ সাইদুল আমিন, এনআরবি ইসলামিক লাইফের সিইও, জনাব শাহজামাল হাওলাদার এবং মার্কেন্টাইল ইসলামী লাইফের সিইও জনাব শেখ আব্দুর রশিদ প্রমূখ।
প্রথম পর্ব সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী বীমা সেক্টরের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ তাকাফুল ফোরাম-এর নাম আংশিক পরিবর্তনের প্রস্তাবনা অর্থাৎ “বাংলাদেশ তাকাফুল সোসাইটি” নামে নামকরণ সদস্যগণের সর্বসম্মত ঐক্যমতের ভিত্তিতে পাশ হয়।
সাধারণ সভার মাধ্যমে আহবায়ক কমিটি বিলুপ্তিপূর্বক ড. আ ই ম নেছার উদ্দিন কে সভাপতি, জনাব মুহাম্মদ সলিমুল্লাহ ও জনাব মোহাম্মদ হিফজুর রহমান কে সিনিয়র সহ সভাপতি, জনাব আশরাফুজ্জামান আমজাদ কে সাধারণ সম্পাদক, জনাব মোঃ সালাহউদ্দীন কে অর্থ সম্পাদক ও একরামুল হক কে প্রচার, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক করে মোট ৩২ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সভায় বিভিন্ন বীমা কোম্পানির নির্বাহীবৃন্দসহ প্রায় দুই শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন