নিজস্ব প্রতিবেদক :
রোহিঙ্গা সংকট সমাধান ও বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি আসিয়ান সভাপতির ভূমিকায় মালয়েশিয়ার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি জানান, দেশে শৃঙ্খলা ও অর্থনৈতিক গতি ফিরিয়ে আনা হয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে নির্বাচন আয়োজন করা হবে।
পাশাপাশি, মালয়েশিয়ার বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের দক্ষ জনশক্তি ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ তুলে ধরেন তিনি।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ