সাইয়েদা বেগম,মৌলভীবাজার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত ও অত্র প্রতিষ্ঠানের আন্দোলনরত আহত ছাত্রসহ সকলের সুস্থতা কামনায় ঐতিহ্যবাহী মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ আগস্ট) সকাল ১১ টায় অধ্যক্ষ মুফতি মাও. মো. শামছুল ইসলাম (হাফিজাহুল্লাহ) এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,মাদরাসার উপাধ্যক্ষ মাও. মুহাম্মাদ আমিনুল ইসলাম সাহেব, সহকারী অধ্যাপক (আরবী) ও অনার্স বিভাগীয় প্রধান মাও. মুহা. আব্দুল আলীম সাহেব, সহকারী অধ্যাপক মাও. মুহা. আরমান আলী, সহকারী অধ্যাপক মাও. মু্হা. মুহিবুর রহমান, মুহাদ্দিস মাও. মুহা. জুনায়েদ আহমদ, প্রভাষক, মাও. মুহা. মাহমুদুর রহমান শাহজাহান, ইংরেজী প্রভাষক জনাব আছাদ আহমদ, আরবী প্রভাষক মাও. আব্দুল আউয়াল, মাও. মুহা. নুরুল হক, ইবতেদায়ী প্রধান মাও. ওহিদুজ্জামান আহমদ তালুকদার, সহকারী মৌলভী মাও. মুহা. সিরাজুল ইসলাম মাসুক, মাও. মুহা. মুজাহিদুল ইসলাম ফারুকী ও সহকারি শিক্ষক জনাব আবুল কাশেমসহ প্রমূখ।
দোয়া'র আয়োজন করেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা'র শিক্ষক ও কর্মচারীবৃন্দ ।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ