নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নৃশংসভাবে খুন হওয়া ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) হত্যার পেছনে চাঁদাবাজি নয়, বরং ব্যবসায়িক বিরোধই মূল কারণ বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, মিটফোর্ড এলাকার একটি ভাঙারির দোকান কারা চালাবে এবং সেই দোকানের আয়-ব্যয়ের হিসাব নিয়ে দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটে।
ডিসি জসীম উদ্দিন জানান, ঘটনায় সরাসরি জড়িত সন্দেহে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মাহিন নামের একজনকে মামলার প্রধান আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেই তাকে আটক করা হয় বলে জানান তিনি।
তবে আসামিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং কোনো রাজনৈতিক বিবেচনা তদন্তকে প্রভাবিত করবে না বলে তিনি আশ্বাস দেন।
প্রসঙ্গত, ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার মর্মান্তিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ ঘটনায় নিহতের বোন রাজধানীর কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মন্তব্য করুন