মারুফ,মেহেরপুর :
মেহেরপুরের গাংনীতে চোখতোলার মাঠে ডাকাতির প্রস্তুতি চলছে। এমন গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনীর একটি টিম সেখানে অভিযান চালালে অস্ত্র, ৫ টি ককটেল ও মাদক ফেলে পালিয়ে যায় ডাকাতের দল। এ সময় ফেলে যাওয়া ১টি পিস্তল, ৫টি ককটেল ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সেনা ক্যাম্পের একটি সূত্র।
রবিবার (১১ মে) রাত সাড়ে ৯ টার দিকে মেজর ফারহানের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করেন।
সেনা ক্যাম্প সুত্রে জানা গেছে, বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধারকৃত পিস্তল, ককটেল ও গাঁজা গাংনী থানায় হস্তান্তর করা হয়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ