মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর হাইস্কুল মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ, দোকান বন্ধ,সড়ক অবরোধে নেমেছেন ব্যাবসায়ীরা। শনিবার দুপুর ২টার দিকে সমস্ত দোকান বন্ধ রেখে বড়বাজার মোড়ে টায়ার জ্বালিয়ে, বিক্ষোভ সমাবেশে অংশ নেন ব্যাবসায়ীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মেহেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছান এবং মেলা বন্ধের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
বড় বাজার ব্যবসায়ীদের অভিযোগ, জেলা প্রশাসকের ছত্রছায়ায় শহরের স্টেডিয়াম মাঠ ছেড়ে হাইস্কুল মাঠে মেলার নামে হাউজি, জুয়া,সার্কাস ও লটারির আয়োজন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, জেলা প্রশাসক তার এলআর ফান্ডে ৫ লক্ষ টাকা নজরানা নিয়ে এই মেলার অনুমোদন দিয়েছেন।
চলমান SSC পরীক্ষার্থী ও অভিভাবকদের রয়েছে অভিযোগ। অভিভাবক সামসুল আলম বলেন, আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। অথচ হাইস্কুল মাঠে মেলা বসিয়ে প্রশাসন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলছে।
জানাগেছে, প্রথমে মেলার স্থান নির্ধারিত ছিল মেহেরপুর স্টেডিয়াম। কিন্তু ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংস্থার সদস্যদের প্রতিবাদের মুখে তা পরিবর্তন করে হাইস্কুল মাঠে স্থানান্তর করা হয়।
ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, বাজারে এমনিতেই মন্দা চলছে। তার উপর মেলার নামে বিশৃঙ্খলা তৈরি হলে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে। ব্যবসায়ী সমাজ এই মেলা চায় না।
শনিবার দুপুরে মেলা বন্ধের দাবি তুললে কয়েকজন ব্যবসায়ীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিবুল ইসলাম রিপন ও বাকাবিল্লাহ লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে জেলা প্রশাসক সিফাত মেহেনাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে,মেলা বিরোধী প্রতিবাদের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক মেহারাব হোসেনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন কর্মী হুমকি ও লাঞ্ছিত করে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ