মাহবুব সরকার, সংযুক্ত আরব আমিরাত।
ঈদ মানে খুশী, ঈদ মানে আনন্দ, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ উদযাপন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে আসেন কর্মজীবী পারিবারিক সদস্যরা।
অপর দিকে জীবিকার তাগিদে পরিবার পরিজন ছেড়ে দূর প্রবাসে পারি জমিয়ে পরিবার ও দেশকে সমৃদ্ধশালী করতে দিনের পর দিন লড়াই করে যাচ্ছেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা। এসব প্রবাসীদের স্বাদ থাকিলেও সকলের সাধ্য হয়ে উঠেনা পরিবারের সঙ্গে থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করার।
বিশ্বের নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের মত গত বুধবার (১০ এপ্রিল ২০২৪) ঈদুল ফিতর উদযাপন করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। দেশের মত তারাও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেন সকলের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার। ঈদের নামাজ শেষে কেউ ছুটে যান ববন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে, কেউ বা নামাজ শেষে খেয়ে দেয়ে ঘুমিয়ে কাটিয়ে দেন সারাদিন, আবার কেউ কর্তব্য পালনে ছুটে যান কর্মস্থলে।
এসব প্রবাসীদের অধিকাংশের মতেই এক বাক্যে উঠে আসে "প্রবাসীদের ঈদ বলতে আসলে কিছু নেই।"
পরিবার ও দেশের জন্য শ্রম দেয়ার মধ্যেই খুজে বেড়ান তারাত ঈদের প্রকৃত আনন্দ।
আমিরাতে প্রবাসীরা এবারের ঈদে দীর্ঘ ৯ দিনের ছুটি পেলেও তাদের মধ্যে রয়েছে ঈদের সময়টুকু পরিবার পরিজনের সঙ্গে কাটাতে না পারার এক গভীর শূন্যতা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ