দাউদকান্দি প্রতিনিধি: মো: জুয়েল রানা
কুমিল্লার দাউদকান্দিতে ঈদের দ্বিতীয় দিন ডোবা থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার। দাউদকান্দি উপজেলার গৌরীপুর হাড়িয়ালা থেকে শফিউল্লাহ (৩৫) নামের এক ব্যাটারী চালিত অটোরিকশা চালকের হাত-পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ৷
১২ এপ্রিল রোজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা (আইড়ালা) গ্রামে এ ঘটনা ঘটে৷ নিহত শফিউল্লাহ ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের রুকু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক। তিনি বলেন, গত দু’দিন থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালক শফিউল্লাহ অটোরিকশাসহ নিখোঁজ হওয়ায় তার পরিবারের পক্ষ থেকে একটি ডায়েরি করে দাউদকান্দি মডেল থানায়। আমরা খবর পেয়ে অটোরিকশা চালকের মরদেহ হাড়িয়ালা এলাকার একটি ডোবা থেকে উদ্ধার করে মডেল থানা করে নিয়ে আসি। সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে (কুমিক) হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত শফিউল্লাহ মাথায় আঘাতসহ তার হাত পা বাধা অবস্থায় ছিল৷ ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। মামলার প্রক্রিয়া চলমান।
মন্তব্য করুন