আঃ হামিদ মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটো চুরি করতে এসে গণপিটুনির মুখে পড়ে এক চোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক তিনটার দিকে হলুদিয়া গ্রামে চোরটি ঘোরাঘুরি করতে দেখে এলাকার লোকজন তাকে সন্দেহ করে উত পেতে থাকে। রাতে সে এক পর্যায়ে হলুদিয়া গ্রামের জসীম উদ্দিনের ছেলে দুদু মিয়ার একটি ব্যাটারি চালিত অটো নিয়ে পালাতে গেলে তার ডাক চিৎকারে ওত পেতে থাকা জনতা এগিয়ে এলে নিহত ব্যক্ত হাতেনাতে ধরা পড়ে। এবং সেখানেই তাকে গণপিটুনির মুখে পড়তে হয়। এবং ওই সময় আরো দুজন মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। সে সময় জনতার এলোপাতারি আঘাতের কারণে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে, এবং এক পর্যায়ে সকালে তার মৃত্যু হয়।
উপপরিদর্শক(এসআই) আব্দুর রাজ্জাক জানান,আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি।লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। জানতে পেরেছি এলাকার লোকজন এলোপাথারি গণহারে মারপিট করার কারণেই তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমরানুল কবির জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি, আইনি প্রক্রিয়া শেষে লাশ মর্গে পাঠানো হবে।
মন্তব্য করুন