নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
সেপ্টেম্বর দুপুর ৩ টার দিকে ভেড়ামারা বাসস্ট্যান্ড প্রাঙ্গণ অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ।
প্রতিবাদ সমাবেশটি মিছিল ভেড়ামারা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেওয়া এ মিছিলে। দ্বিবার্ষিক সম্মেলন স্থগিত কেন, “ত্যাগীদের কর্মীদের মূল্যায়ন করতে হবে”সহ বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।
প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তব্যে রাখেন ভেড়ামারা উপজেলার যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আসলাম উদ্দিন,
আরো বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ জানবার আলী, ভেড়ামারা উপজেলা যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম রঞ্জু, এছাড়া ভেড়ামারা উপজেলা ৬টি ইউনিয়নের বিএনপি'র নতুন কমিটির সকল সদস্য অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশের সভাপতি তো করেন শফিকুল ইসলাম বিশু, এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নবনির্বাচিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক এই প্রতিবাদ সমাবেশ সাফল্যমন্ডিত করেন।
বক্তারা অভিযোগ করেন,যে প্রতিটা ইউনিয়নের সচ্ছল এবং গণতান্ত্রিক ধারায় ভোটাধিকার ভিত্তিতে নির্বাচন হয়েছে কিন্তু কেন উপজেলা দ্বী-বার্ষিক সম্মেলন কেন ভোটাধিকার ভিত্তিতে হবে না। এই প্রতিবাদ সমাবেশের বিএনপির সকল অঙ্গ সংগঠন নেতাকর্মীর একটাই দাবি, এক দাবি সমন্বয় নয়, ভোটাধিকার ভিত্তিতে আমাদের নেতা আমরা নির্বাচন করব ভোটাধিকার ভিত্তি। পকেট কমিটি’ গঠন আমরা চাই না।
এ সময় উপজেলা বিএনপির ৬ টি ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক মোঃ আবুল কালাম আবুল বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক আসলাম মোল্লা, এবং যুগ্ন আহবায়ক জানবার হোসেন,সহ বিএনপির ইউনিয়নের সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ একে একে মিছিলে এনে সমাবেশে যুক্ত হন, সমাবেশটি যে জনসমুদ্র পরিণত হয়েছে।
ভেড়ামারা উপজেলা বিএনপির নেতাদের আশ্বাসে পদবঞ্চিত নেতাকর্মীরা আপাতত আন্দোলন স্থগিত করে সন্তোষ প্রকাশ করেন এবং সুন্দর ফয়সালার অপেক্ষায় থাকবেন বলে জানান।
প্রতিবাদ সমাবেশ টি যে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়েছে, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভেড়ামারা উপজেলা শাখার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য মধ্যে দিয়ে তাদের নেতা তারাই নির্বাচন করবে ভোটাধিকার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে প্রমাণ হবে তাদের নেতা এই স্লোগান মুখরিত হয়ে প্রতিবাদ সমাবেশ টি শেষ হয়
সমাবেশে সঞ্চালনায় করেন মোহাম্মদ সাইফুল ইসলাম রোকন, সাবেক ছাত্রদলের সভাপতি,সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি, উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য।
আয়োজনে ভেড়ামারা উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সর্ব স্থানের নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ