বান্দরবান প্রতিনিধি:মোঃ হাসান | ৯ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে বান্দরবানে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে শহরের প্রধান সড়ক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে জেলা মহিলা দল। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।
আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মো. নাছির উদ্দিন। সমাবেশ পরিচালনা করেন জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি উম্মে কুলসুম লীনা। এছাড়া জেলা ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরাও উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার মাত্র আট দিন পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেন। তিনি তখনই উপলব্ধি করেছিলেন, জাতীয় রাজনীতিতে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে মহিলা দল গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আগামী দিনগুলোতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
আলোচনা সভায় বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির পাশাপাশি মহিলা দলকেও আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ