মাহবুব সরকার, সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার (৯ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ফটিকছড়ি প্রবাসী কমিউনিটি পক্ষ হতে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচনকালে ফটিকছড়ি বাসীকে দেয়া অঙ্গিকার পুনঃব্যক্ত করেন দেশটিতে সফররত মাননীয় সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি (এমপি)। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
নগরীর আল ইব্রাহীমি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ ওসমান গনি আলমগীর। যৌথভাবে এ অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মঈন উদ্দিন এবং সৈয়দ লুৎফর রহমান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আবুল বশর। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ সমিতি ইউএই সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ফটিকছড়ি উপজেলার সমিতির হাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ নাসির উদ্দিন এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাহমুদ আজম, নাসির তালুকদার, মোজাম্মেল হক মনির, জানে আলম জাহাঙ্গীর, আজিম উদ্দিন শিকদার, জাকির হোসেন জসীম, রবিউল হাসান তালুকদার, এসকান্দর শওকত, কাজী লোকমান, আবু তৈয়্যব এবং নাসির মামুন।
পরে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ