নিজস্ব প্রতিবেদক : রাজধানী বংশাল ও কেরাণীগঞ্জ এলাকায় ভেজাল কসমেটিকস, শিশু খাদ্য, অনুমোদনবিহীন ক্যাবল, পাইপ এবং এলপিজি গ্যাস উৎপাদন, মজুদ ও বিক্রি করায় ০৮টি প্রতিষ্ঠানকে র্যাব এর ভ্রাম্যমাণ আদালতে ৩০ লক্ষ টাকা জরিমানা; অনাদায়ে ০১ জনকে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান।
গতকাল ১০ জুন সকাল ১০:০০ ঘটিকা হতে অদ্য ১১ জুন মাঝরাত ০১:৩০ ঘটিকা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার বংশাল ও কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় ভেজাল কসমেটিকস, শিশু খাদ্য, অনুমোদনবিহীন ক্যাবল, পাইপ এবং এলপিজি গ্যাস উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ০৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা জরিমানা এবং অনাদায়ে ০১ জনকে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। যার মধ্যে ১। স্যাটেলাইট এলপিজি প্লান্ট’কে নগদ-৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, ২। এইচ.আর. পলিমার ইন্ডিস্ট্রিজ’কে নগদ-৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, ৩। নানিয়া ক্যাবল লিমিটেড’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ৪। কাবিদ ইলেক্ট্রো ভেনচার’কে নগদ-৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, ৫। মিজুকি হাউজ হোল্ড প্রোডাক্ট’কে নগদ-৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, ৬। মিসেস ওয়ালটার এন্ড মনার্ক কর্পোরেশন’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ৭। পাওয়ার ইঞ্জিনিয়ারিং কেটনোলজি’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ও ৮। কাদের এগ্রো ফুড এন্ড ভেবারেজ’কে নগদ-২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া উক্ত মোবাইল কোর্ট জিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বেশকিছু বৈদ্যুতিক তার জব্দ ও ধ্বংস করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা ভেজাল কসমেটিকস, শিশু খাদ্য, অনুমোদনবিহীন ক্যাবল, পাইপ এবং এলপিজি গ্যাস উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ