একরামুল হক :
দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার প্রধান উপদেষ্টা ও বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-দপ্তর সম্পাদক জনাব আবদুল লতিফ জনির গুলশানস্থ কার্যালয়ে আজ বিকাল সাড়ে তিনটায় এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক- মাহাবুবুল হক, উপ-সম্পাদক একরামুল হক, প্রতিবেদক লোটাস জামিল এবং বিজিএমইএ'র সদস্য খোরশেদ আলম।
সাক্ষাৎকালে পত্রিকার পক্ষ থেকে উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আলোচনায় উঠে আসে দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার ভবিষ্যৎ উন্নয়ন, ডিজিটাল ও মাল্টিমিডিয়া নিউজ প্ল্যাটফর্মের প্রসার, সাংবাদিকতায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশ দূষণ রোধ, নদী দখলের মাধ্যমে গড়ে ওঠা অবৈধ আবাসন প্রকল্পসহ বিভিন্ন সমসাময়িক ইস্যু।
উপদেষ্টা জনাব আবদুল লতিফ জনি দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেকোনো সহযোগিতার আশ্বাস দেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ