আব্দুল আজিজ কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রামে মোল্লাবাড়ি জামে মসজিদে মাসব্যাপী মাসায়েল,বিশুদ্ধ কোরআন শিক্ষা ও ৪১দিন জামাতের সহিত নামাজ আদায়কারী বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ এপ্রিল রোজ শুক্রবার বাদজুম্মা বন্দরামপুর মোল্লাবাড়ি জামে মসজিদের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ডা.শাহাবুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ডা.সাইফুল ইসলাম নাজমুল, মনিরুজ্জামান মোল্লা, ফারুক মোল্লা, আলী মোল্লাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন।
উক্ত কোরআন প্রতিযোগিতায় ১ম,২য়,৩য় স্থানদের মাঝে ৪হাজার,৩হাজার,২হাজার টাকা সম্মানী উপহার প্রধান করা হয়।
উক্ত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন মো: সামীর, ২য় নুরুউদ্দিন ও ৩য় সাজিদুল ইসলাম, ৪১দিন জামাতে নামাজ আদায়ে ১ম সাফায়েত, হিমেল, মোজাহিদ, রিফাত, মিনহাজ, ২য় স্থান ইছান, শাকিল,সিয়াম,সাদ্দাত, ৩য় স্থান মিনহাজ,রিফাত অর্জন করেন।
প্রধান অতিথি ডা.শাহাবুদ্দিন বলেন – আমাদের যুব সমাজ হারাম গানবাজনা না করে দিনের পথে চলা ও অন্যদের আসার জন্য, শুদ্ধ কোরআন, মাসায়েল ও জামায়াতে নামাজ আদায়ের উদ্যোগ নিয়েছে,সত্যি আমি এই যুবক বন্ধুদের প্রতি কৃতজ্ঞ, আমরা চাই এই যুবসমাজ ইসলামের কাজ করুক, তাদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠা হবে, আগামীতে তিতাস উপজেলা ব্যাপী এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান তিনি।
মন্তব্য করুন