হাসনাত তুহিন ফেনী :-ফেনী পৌরসভার আওতাধীন বিভিন্ন খাল,ড্রেন,নালা,নর্দমা সমূহের নাব্যতা পুনরুদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযান শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা D.D.L.G উপ-সচিব (উপ পরিচালক) স্থানীয় সরকার ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোঃ বাতেন।
এতে আরো উপস্থিত ছিলেন, সদর সার্কেল ফেনী মোঃ আরিফ,নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড ফেনী, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত ফেনী, নির্বাহী প্রকৌশলী এলজিডি ফেনী, জেলা শিক্ষা অফিসার মাধ্যমিক ফেনী,জেলা শিক্ষা অফিসার প্রাথমিক ফেনী, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, মেডিকেল অফিসার কৃষ্ণ পদ সাহা, উপ-সহকারী প্রকৌশলী(যান্ত্রিক) মাহমুদুল হাসান, সজিত কুমার আচার্য্য,কন্জারভেন্সী ইনস্পেকটর সরোয়ার জাহান, সাংবাদিক বৃন্দ, এলাকাবাসী, কন্জারভেন্সী সুপারভাইজার গন ও মান্যগন্য ব্যক্তিগন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ