মারুফ হাসান : মেহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড নতুনপাড়ায় (১৩) বছর বয়সী এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। আশঙ্কা জনক অবস্থায় শিশুকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।
গত ৮ মার্চ দুপুরের দিকে এ ঘটনা ঘটে, বৃহস্পতিবার বিষটি প্রকাশ পায়। ধর্ষক একই এলাকার প্রতিবেশী নুরন্নেশার ছেলে মোশারফ হোসেন।
জানা গেছে মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার ১৩ বছরের ওই শিশু বাড়িতে বসে ব্যাগ তৈরির কাজ করছিল। এসময় বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশী নুরন্নেশার ছেলে ধর্ষক মোশাররফ হোসেন তার বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে বিষয়টি গোপন রাখতে ধর্ষক পরিবার শিশুকে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। ক্রমশ শিশুটি অসুস্থ হয়ে পড়াই তার মা তাকে জিজ্ঞাসা করায় ঘটনাটি প্রকাশ পায়।
বৃহস্পতিবার ভোরে শিশুটিকে হাসপাতালে ভর্তির পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত জনতা বৃহস্পতিবার বিকেলের দিকে ধর্ষকের বাড়ি ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। এ ব্যাপারে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই ধর্ষক মোশারফ হোসেন তার পরিবার সহ আত্মগোপনে চলে যায়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ