নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষ ব্রোকারেজ হাউজ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফেনীর কৃতি সন্তান ব্যারিস্টার রেদোয়ান হোসেন।
আজ ৯ ডিসেম্বর সোমবার প্রতিষ্ঠানটির ৫০তম বোর্ড সভায় তাকে কোম্পানির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিকিউরিটজ লিমিটেড এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়েছে। ব্যারিস্টার রেদোয়ান হোসেন এনএলআই সিকিউরিটিজ লিঃ এর নব নির্বাচিত চেয়ারম্যান কে ঢাকাস্থ ছাগলনাইয়া সোসাইটি পক্ষ থেকে ফুলের শুভেচছা জানানো হয়। ১০ ডিসেম্বর মঙ্গলবার ব্যারিস্টার রেদোয়ান হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকাস্থ ছাগলনাইয়া সোসাইটি নেতৃবৃন্দ।
এসময় ঢাকাস্থ ছাগলনাইয়া সোসাইটি সভাপতি রাশেদুল হাসান রানা, সহ-সভাপতি কাজী ওবায়দুল হক সিরাজী, সহ-সভাপতি মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল খালেক খোকন, সাংগঠনিক সম্পাদক জাহেদ হোসাইন ও কার্যকরি সদস্য মোঃ আলাউদ্দিন উপস্থিত ছিলেন। ব্যারিস্টার রেদোয়ান হোসেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সুযোগ্য সন্তান।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ