পিরোজপুর প্রতিনিধিঃ
রবিবার (১০ নভেম্বর) বাদ আছর পিরোজপুর জেলা জামায়াতের উদ্যোগে মানবতা বিরোধী ও গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ কর্তৃক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের নেতৃত্বে বড় মসজিদ (কেন্দ্রীয় মসজিদ) থেকে শুরু হয়ে মিছিলটি কৃষ্ণচূড়া মোড় হয়ে, বিলাস চত্বর দিয়ে বড় মসজিদের পাশ দিয়ে থানার সম্মুখ দিয়ে ঈদগাহ মসজিদ হয়ে কাঁচা বাজার হয়ে বিলাস চত্বর দিয়ে বড় মসজিদের কাছে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে বড় মসজিদের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা সেক্রেটারি জহিরুল হক , সদর আমীর মাওলানা সিদ্দিকুর রহমান প্রমূখ।
সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ জহিরুল হক বলেন, আওয়ামী লীগের মন্ত্রী এমপিসহ হাজার হাজার নেতাকর্মী পালিয়ে গেছে। তারা এখন ষড়যন্ত্রমূলক ভিডিও/অডিও ছেড়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জামায়াত শিবিরের নেতা কর্মীরা ময়দানে থাকবে। তিনি জামায়াত-শিবিরের নেতা কর্মীদেরকে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য আহ্বান জানান।
© All rights reserved © 2012- 2024
<a href=”https://www.allbanglanewspaperbd.com/“>All Bangla Newspaper</a>
মন্তব্য করুন