নিজস্ব প্রতিবেদক:
কাতারের ওপর ইসরাইলি বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বভৌম কাতারের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরাইলি সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের হামলা শুধু একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং বৈশ্বিক শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতাকেও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে।
বাংলাদেশ সরকার একে অযৌক্তিক ও অবৈধ আক্রমণ হিসেবে আখ্যায়িত করে ভ্রাতৃপ্রতিম কাতারের সরকার ও জনগণের প্রতি অবিচল সংহতি প্রকাশ করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত জাতিসংঘ ও সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বারবার এ ধরনের হামলা প্রমাণ করে যে ইসরাইল আন্তর্জাতিক বিধি-বিধানকে অগ্রাহ্য করছে এবং বৈশ্বিক শান্তি রক্ষার প্রচেষ্টাকে ব্যাহত করছে। এজন্য দায়বদ্ধতা নিশ্চিত ও আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়ে বিশ্ব শক্তিগুলোর জোরালো ভূমিকা রাখা জরুরি।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ