নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী (রাজশাহী):
গোদাগাড়ী উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জিআর ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
৯ জুলাই (বুধবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ২১টি পরিবারের মাঝে মোট ৪২ বান্ডেল ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। প্রতিটি পরিবারকে ২ বান্ডেল করে ঢেউটিন এবং বান্ডেলপ্রতি ৩ হাজার টাকা হারে সর্বমোট ৬ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ কে এম মমিনুল হক। তিনি জানান, “আমরা মানসম্মত আবুল খায়েরের গরু মার্কা ৪২ এমএম, ৯ ফিট দৈর্ঘ্যের ঢেউটিন বিতরণ করেছি। পরবর্তী ধাপে আরও ৯টি পরিবারকে ১৮ বান্ডেল ঢেউটিন প্রদান করা হবে।”
উপজেলা প্রশাসনের এই উদ্যোগে উপকৃত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের বসতঘর মেরামতের কাজে দ্রুত এগিয়ে যাবেন বলে জানান।
মন্তব্য করুন