এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে আসন্নবর্তী ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের পরিবারের মাঝে ভিজিএফ ১০ কেজি চাল বিতরণের স্লীপ বিতরণ করেন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।
রবিবার (১০ জুন) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে ভিজিএফ চাল বিতরণের স্লীপ ওয়ার্ডের পাড়া মহল্লায় বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।
সরজমিনে জানা যায়,সারাদেশের ন্যায় বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার হিসাবে ভিজিএফ ১০ কেজি করে চাল বিতরণের স্লিপ দিওড় ইউনিয়নের মধ্যে প্রতিটি ওয়ার্ড সদস্য-সদস্যাগণ ও গ্রাম পুলিশের সহযোগিতায় প্রতিটি ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের মাঝে স্লিপ বিতরণ অব্যাহত রয়েছে। এসময় এলাকার নিম্ন আয়ের মানুষ অনেক খুশি রয়েছে। বিশেষ করে লক্ষ্য করা হয়েছে যে চালের স্লীপ গুলো গ্রাম ও মহল্লার নিম্ন আয়ের মানুষ গুলোই পেয়েছে।
জনসাধারণ জানান,এভাবে যদি প্রতিবার গ্রাম পাড়া ও মহল্লায় চালের স্লীপ বিতরণ করা হয় তবে কোন প্রকার নিম্ন আয়ের মানুষ বাদ পড়বে না। এজন্য তারা চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল কে অনেক ধন্যবাদ জানান। ইউনিয়নের মধ্যে প্রতিটি ওয়ার্ডের গ্রাম মহল্লা ও পাড়ায় স্লীপ বিতরণের সময় চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল তাহা সরজমিনে পরিদর্শন করেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ