একরামুল হক: ফেনীর দাগন ভুইয়া থানার ইয়ার নুরুল্লাহপুর গ্রামের "মানবতার সেবায় ইয়ার নুরুল্লাহপুর স্বেচ্ছাসেবী সংগঠন" এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী এলাকার ১০০ গরীব অসহায় পরিবার ও ৩০জন এতিম ছাত্রদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়।
আজ বুধবার ১০ এপ্রিল আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ফেনীর দাগন ভুইয়া থানার ইয়ার নুরুল্লাহপুর গ্রামের "মানবতার সেবায় ইয়ার নুরুল্লাহপুর স্বেচ্ছাসেবী সংগঠন 'এর পক্ষ থেকে এতিমখানার ৩০ জন এতিম ছাত্রকে পাঞ্জাবি ও এলাকার ১০০ জন গরীব অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীগণ- নুরুল করিম মুকুল, জাতীয় দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার সহ সম্পাদক ও মেঘনা তাকাফুল ইসলামি লাইফ ইন্সুরেন্সের (VP) একরামুল হক, এনায়েতুল্লাহ মনজুরুল মামুন ও রুবেল মিয়াজি। সংগঠনের সভাপতি আব্দুল হান্নান,সহ সভাপতি মাসুদুর রহমান, সাংঠনিক সম্পাদক মহিউদ্দিন সাগর, দপ্তর সম্পাদক রিয়াদ সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ