মাহবুব সরকার, সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ বুধবার উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর৷
সকাল ৬:১৫ মিনিটে দেশটির প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় ফুজাইরাতে এবং লক্ষাধিক মুসল্লীদের অংশগ্রহণে ৬ টা ২৫ মিনিটে দেশটির সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় আবুধাবির শেখ জায়েদ জামে মসজিদে।
এছাড়াও দুবাইয়ে ৬টা ২০ মিনিটে, আল আইনে ৬টা ১৫ মিনিটে, শারজাহ ও আজমানে ৬টা ১৭ মিনিটে, রাস আল খাইমাতে ৬টা ১৫ মিনিটে, ফুজাইরাহ ও খোরফাক্কান ৬টা ১৪ মিনিটে এবং উম্মে আল কুইনে ৬টা ১৩ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি, মোবাইল ফোনে ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন প্রবাসীরা।
দেশের ন্যায় প্রবাসে ঈদের আনন্দে কিছুটা ঘাটতি মিললেও আমিরাতে এবার ঈদ উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে দীর্ঘ ৯ দিনের ছুটি হওয়ায় প্রবাসীদের মাঝে বিরাজ করছে উৎসব মূখর পরিবেশ।
ঈদ উপলক্ষে ভিডিও বার্তার মাধ্যমে প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
মন্তব্য করুন