অনলাইন ডেস্ক : চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ হলেও বিশ্বের সব দেশের অধিবাসীরা একই সময়ে চাঁদ দেখতে পায় না। কোনো দেশে আগে, আবার কোনো দেশে পরে দেখা যায়। চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা ও ঈদ কোন দেশে কখন হবে।
যেমন চলতি বছর সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোতে গত ১০ মার্চ ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের আকাশে শাওয়াল মাসের মঙ্গলবার (৯ এপ্রিল) চাঁদ দেখা যায়। তাই আজ বুধবার (১০ এপ্রিল) এসব দেশে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে রোজা ৩০টি হলেও মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এবার রোজা হয়েছে ২৯টি।
এ বছর দেশ দুটিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত ১২ মার্চ। সে হিসেবে মঙ্গলবার এই দুটি দেশে রমজানের ২৯তম দিন ছিল।
এ ছাড়া কাতার, মিসর, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতেও আজ বুধবার ঈদ পালন করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, লিবিয়া, সুদানসহ উত্তর আফ্রিকার মুসলিমরাও আজ ঈদের উৎসব পালন করছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তুরস্ক, ইরানও বুধবার ঈদুল ফিতর উদযাপন করছে।
ইউরোপ ও আমেরিকার অন্য দেশগুলোতেও ঈদ হবে বুধবার। ভারতের তিনটি রাজ্যে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।
দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষ্যিত দেশ পাকিস্তানেও মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই সেখানেও আজ বুধবার ঈদ হবে।
বাংলাদেশের আকাশে মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এখানে ঈদ হবে বৃহস্পতিবার।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ