আবদুল আহাদ হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ধর্ষণ মামলার প্রধান আসামি ও দীর্ঘদিন যাবৎ পলাতক ধর্ষক সহিদুল (২৭)’কে রাজধানীর বাড্ডা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৩।রাজধানীর বাড্ডা এলাকায় ০৯/০৪/২০২৪ তারিখ ১৭০০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ধর্ষণ মামলার প্রধান আসামি ও দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি ১। মোঃ সহিদুল (২৭), পিতা মোঃ শুকুর আলী, সারিয়াকান্দি, বগুড়া’কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত সহিদুল এবং উক্ত মামলার ভিকটিম সোনারগাঁও থানাধীন পেঁচাইন এলাকার একটি স্থানীয় জুতার কারখানায় চাকুরি করার সুবাদে তাদের মধ্যে সুসর্ম্পক গড়ে ওঠে। একপর্যায়ে গ্রেফতারকৃত আসামি ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে একান্তে যোগাযোগের কথা বলে সুবিধাজনক স্থানে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম গ্রেফতারকৃত আসামিকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে সে ভিকটিমকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বিষয়টি জানতে পেরে ভিকটিমের মা বাদী হয়ে সোনারগাঁও থানায় গ্রেফতারকৃত সহিদুলের বিরুদ্ধে গত ২০ মার্চ ২০২৪ তারিখ একটি ধর্ষণ মামলা দায়ের করে। গ্রেফতারকৃত সহিদুল এর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হওয়ার পরপরই সোনারগাঁও এলাকা ছেড়ে রাজধানীর বাড্ডা এলাকায় এসে আত্মগোপন করে। সেখানে নিজের প্রকৃত নাম-পরিচয় গোপন করে ছদ্মনাম ও পরিচয় ব্যবহার করে সে একটি স্থানীয় চায়ের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ