সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস সাবেক উপ-সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদমর্যাদায় (গ্রেড-১) পদোন্নতি পেয়েছেন।
৯ ফেব্রুয়ারী রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে এ তথ্য জানানো হয়েছে। জানাগেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস হওয়ায় আওয়ামী লীগ সরকার তাকে পদোন্নতি না দিয়ে ওসডি করে রাখে।
এতে তাকে উপসচিব পদ থেকেই চাকরি থেকে অবসরগ্রহণ করতে হয়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী এপিএস মতিন খানের পদোন্নতিতে হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন সামজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ