একরামুল হক: বাংলাদেশে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আমির মতিঝিল আইডিয়াল ওয়ার্ড এর উদ্যোগে নুরুল ইসলাম বুলবুলক প্রধান অতিথি করে বীমা কোম্পানিতে কর্মরতদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন।
৭ অক্টোবর ঢাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুলের সাথে বীমা কোম্পানিতে কর্মরত কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে বীমা কর্মকর্তারা বলেন সুযোগ পেলে বীমা কর্মীরা ও ইসলামের খেদমতে অবদান রাখতে পারেন। মহানগর আমির বলেন বীমার অনেক ভালো দিক রয়েছে পাশাপাশি যদি খারাপ বিষয় থেকে থাকে তা দূরীকরণে বীমা কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন।
আলোচনায় অংশগ্রহণ করেন যথাক্রমে
এস এম নুরুজ্জামান , মুখ্য নির্বাহী কর্মকর্তা জেনিথ লাইফ, মোহাম্মদ আলমগীর চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা আকিজ তাকাফুল, মোঃ সাইদুল আমিন, মুখ্য নির্বাহী কর্মকর্তা প্রগ্রেসিভ লাইফ, আবুল কালাম আজাদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, নুর মোহাম্মদ ভূঁইয়া, মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ্মা ইসলামী লাইফ, বায়েজিদ মুজতবা সিদ্দিকী, মুখ্য নির্বাহী কর্মকর্তা ঢাকা ইন্সুরেন্স, কাজী মোকাররম দস্তগীর, মুখ্য নির্বাহী কর্মকর্তা ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স, শেখ আব্দুর রশিদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স, ডক্টর আবু ইউসুফ এমডি নেসার উদ্দিন, চিপ শরীয়া এডভাইজার আলফা লাইফ,মুহাম্মদ সলিম উল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক প্রাইম ইসলামী লাইফ, আশরাফুজ্জামান আমজাদ, উপব্যবস্থাপনা পরিচালক প্রগ্রেসিভ লাইফ।
আয়োজনে -হারুনুর রশিদ ,সভাপতি,
মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি,
আইডিয়াল ওয়ার্ড , মতিঝিল থানা
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ